১৫ মার্চ, ২০২৩ ২২:৪৩

বিশ্বনাথে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে বাংলাদেশ
প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বনাথে বাংলাদেশ প্রতিদিনের ১৪তম বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ প্রতিদিনের ১৪তম বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বুধবার বেলা ১টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুনু মিয়া।

এর আগে বাংলাদেশ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রেসক্লাবের অপরাংশের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি পার্থ সারথি পাপ্পু। 

বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, মো. মর্তুজা আলী, দেওকলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ, দশঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ প্রেস ক্লাব অপরাংশের সহসভাপতি কামাল মুন্না, প্রেসক্লাব সদস্য নুর উদ্দিন, চাউলধনী স্কুল এন্ড কলেজের শিক্ষক শফিক আহমদ পিয়ার, বাতিঘরের মো. গোলাম মোস্তফা, সাবেক সহ সভাপতি নুরুল হক, বসুন্ধরা গ্রুপের (পেপার) স্থানীয় সেলস অফিসার মো. পারভেজ, সজীব গ্রুপের সেলস অফিসার মো. পারভেজ, সংবাদপত্র এজেন্ট মো. ফরিদ আহমদ, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মারুফ আহমদ, ব্যবসায়ী আবদুর রহমান, সিতাব আলী, শিক্ষার্থী মো. রায়হান আলী, মো. মারুফ আহমদ, মো. ইমাদ উদ্দিন প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর