ঠাকুরগাঁওয়ে আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। কৃষক-কৃষানিরা নতুন ধান কাটা, মাড়াই ও সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। ধানের জমিতে আগাম জাতের আলু চাষেরও প্রস্তিুতি নিচ্ছেন তারা। ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলায় চলতি আমন মৌসুমে আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব শুরু হয়েছে। ধান কেটে মেশিন দিয়ে মাড়াই করে বিক্রি করছেন চাষিরা। ধান কেটে মাঠেই সকাল ও দুপুরের খাবার খাচ্ছেন শ্রমিকরা। বাজারে ১০০০-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি মণ ধান। ধান বিক্রির টাকায় আলু চাষ করতে পারছেন। এ কারণে তারা খুশি। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জেলায় আমন ধান আবদ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫৬০ হেক্টর জমিতে। এর মধ্যে বিভিন্ন আগাম জাতের ধানের চাষ হয়েছে প্রায় ১৫ হাজার হেক্টরে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, জেলায় আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। বিশেষ করে স্বল্পমেয়াদি ধান কাটা-মাড়াই চলছে।
বিডি প্রতিদিন/এমআই