ভোলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১০ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে শুক্রবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, বাংলাদেশ হিন্দু, বৈদ্য, খ্রিস্টান ঐক্য পরিষদের ভোলা জেলা শাখার আহ্বায়ক শ্রী অবিনাশ নন্দি, অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, কলামিস্ট কামাল হোসেন শাহীন, সমাজকর্মী কামরুজ্জামান বাহাউদ্দিন, প্রথম আলো পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহসহ স্থানীয় সংবাদকর্মীরা আলোচনায় অংশ নিয়েছেন।
এ সময় বক্তারা বলেন, সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণেই বাংলাদেশ প্রতিদিন আজ দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাড়া ফেলেছে। পত্রিকাটি ১০ বর্ষে পদার্পণের আগেই ছড়িয়ে পড়েছে দশ দিগন্তে। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রতিদিন অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন