১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:১০

বইমেলায় মির্জা মেহেদী তমালের ‘আন্ডারওয়ার্ল্ড’

অনলাইন ডেস্ক

বইমেলায় মির্জা মেহেদী তমালের ‘আন্ডারওয়ার্ল্ড’

অমর একুশে বইমেলায় এসেছে ‘আন্ডারওয়ার্ল্ড’ নামের একটি বই। বইটির লেখক অপরাধ বিষয়ক সাংবাদিক মির্জা মেহেদী তমাল।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যেসব তরুণ ‘ডন’ হয়ে আন্ডারওয়ার্ল্ড শাসন করেছে তাদের অপরাধ কাহিনি নিয়ে লেখা ‘আন্ডারওয়ার্ল্ড’।

এ বইয়ে যাদের কথা বলা হয়েছে, তাদের বেশির ভাগই পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী ছিলেন। এদের অনেকে পড়াশোনায় ভালো ছিলেন। বুদ্ধি ও মেধাসম্পন্ন ছিলেন। একজন তো সংগীতের মতো বিশুদ্ধ শিল্পেরও চর্চা করতেন।

কেউ ছিলেন মার্শাল আর্টের ব্লাকবেল্ট হোল্ডার। আবার কেউ ছিলেন খেলোয়াড়। সময়, স্থান ও কালভেদে এমন এক পাপচক্র সৃষ্টি হয় যে, তারা এক সময় ‘অপরাধী’ হিসেবে পরিগণিত হয়। রাজনীতির জুয়াখেলায় সৃষ্টির হাতে স্রষ্টার যেমন ধ্বংস হয়, সৃষ্টিরও ধ্বংস হয় স্বাভাবিক নিয়মে। সেসব তরুণ যুবাদেরও প্রাণ দিতে হয় অকাতরে।

বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। মেলার ১৮ নাম্বার প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর