১১ ডিসেম্বর, ২০১৯ ১০:১৭

এক নজরে বিপিএলের টুকিটাকি

অনলাইন ডেস্ক

এক নজরে বিপিএলের টুকিটাকি

আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিশেষ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে চার-ছক্কার এবারের টুর্নামেন্ট।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিসিবি নিজের তত্ত্বাবধানে আয়োজন করছে এই আসর।  ফ্রাঞ্চাইজি বাদ দিয়ে ৭ দলের ৭ স্পন্সর নিয়ে হচ্ছে এবারের বিপিএল।

বিপিএল শুরুর আগে চলুন বিপিএলের টুকিটাকি বিষয়গুলো জেনে নেই:-

বিপিএল ২০১৯

 দল সংখ্যা:

ভেন্যু: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম,ঢাকা

        জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

        সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট

উদ্বোধনী ম্যাচ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট থান্ডার, দুপুর ১.৩০ মিনিট

ফাইনাল ম্যাচ: ১৭ জানুয়ারি ২০২০

টিভিতে বিপিএল: গাজী টেলিভিমন ও মাছরাঙা টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে

 বিপিএলের রেকর্ড

সর্বোচ্চ রান: ২৩৯/৪ (রংপুর রাইডার্স করেছিল চিটাগং ভাইকিংসের বিপক্ষে)

সর্বনিম্ন রান: ৪৪ (খুলনা টাইটান্স করেছিল রংপুর রাইডার্সের বিপক্ষে)

সর্বাধিক রান: তামিম ইকবাল (৫৮ ম্যাচে ১৮২৫)

সর্বোচ্চ রান: ১৪৬ নট আউট (রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে)

সেঞ্চুরি: ক্রিস গেইল (৫)

হাফ সেঞ্চুরি: তামিম ইকবাল (১৬)

সর্বাধিক ডাক: ৬৭ ইনিংসে ১০টি

সর্বাধিক ছক্কা: ১২০ (ক্রিস গেইল)

সর্বাধিক চার: ১৯০ (তামিম ইকবাল)

এক মৌসুমে সর্বাধিক রান:  ১৩ ইনিংসে ৫৫৮ (রাইলি রুশো, রংপুর রাইডার্স)

সর্বাধিক উইকেট: ১০৬ (সাকিব আল হাসান)

সেরা বোলিং: ৩.২-০-৬-৫ (মোহাম্মদ সামি, রাজশাহী কিংসের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে)

সবথেকে বাজে বোলিং: ৪-০-৫৯-০ (মোহাম্মদ সাদ্দাম, খুলনা টাইটান্সের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে)

এক মৌসুমে সর্বাধিক উইকেট: ২৩ (সাকিব আল হাসান)

সর্বাধিক ডিসমিসাল: ৪৪ (মুশফিকুর রহিম)

সর্বাধিক ক্যাচ: ৭৫ ম্যাচে ৪২ (মাহমুদউল্লাহ রিয়াদ)

সর্বোচ্চ রানের জুটি: ২০১ (ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম, রংপুর রাইডার্স)

অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ: ৭৩ (৪৭ জয়, ২৬ হার) মাশরাফি বিন মুর্তজা

সর্বাধিক ম্যাচ: ৭৬ (সাকিব আল হাসান)

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর