যুক্তিনির্ভর ও আলোকিত সমাজ প্রতিষ্ঠায় বিতর্কের গুরুত্ব অপরিসীম। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যুক্তি উপস্থাপনের পাশাপাশি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারস্পরিক সর্ম্পক তৈরী করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বির্তক সংগঠন 'চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট' এর নবম থিয়েমেটিক বিতর্ক ওয়ার্কসপ এবং চ্যাম্পিয়নশিপ ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এ সব কথা বলেন।
মঙ্গলবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রেীয় লাইব্রেরী অডিটোরিয়ামে মাসব্যাপী ওয়ার্কসপের সমাপ্ত হয়।
উপাচার্য আরো বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে বিতর্ক একটি অন্যতম শিল্পমাধ্যম। এ মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে জানার পরিধি আরো বেশি বৃদ্ধি করতে পারে। বির্তক পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমি আমার শিক্ষার্থীদের বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণ নেয়ার জন্য আহবান জানাচ্ছি।
চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট-এর মডারেটর ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরিণ আখতার।
তনু শর্মার উপস্থাপনায় এতে সম্মানিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খ. আলী আর রাজী ও সায়মা আলম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অব ডিবেট এর সভাপতি জনাব সানজানা হক মিফতা এবং সাধারণ সম্পাদক জনাব মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট দেয়া হয়।
বিডিপ্রতিদিন/ ই জাহান