ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান ভিক্তিক বত্তৃতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০১৯। এতে প্রায় ৩৫০ জন বিতার্কিক অংশ্রগহণ করেন। গত শুক্রবার দুপুর ২ টায় বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় আয়োজন।
বিতর্কের বিষয়: আমি ২০৩০ সালের সোফিয়া বলছি....। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যৌথ ভাবে ১ম হয়েছে সরকারি বাংলা কলেজ এর জুলকার নাইন ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এর রেহনুমা ই মিম, ২য় স্থান অধিকার করে ন্যশনাল কলেজ অব হোম ইকোনোমিক্স এর তাহমিনা ইসলাম তিথি, তৃতীয় স্থান অধিকার করে মিরপুর বাংলা কলেজ এর জাফর ইকবাল, চতুর্থ স্থান করে ঢাকা ডেন্টাল কলেজ এর কানিজ তাসনিম।
স্কুল পর্যায়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে শহীদ রমিজ উদ্দীন ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজ এর মালিহা তাসনিম ও মোহাম্মাদপুর মডেল হাইস্কুল এর লামিয়া আফরিন, দ্বিতীয় স্থান অর্জন করেছে শামসুল হক খান স্কুল এন্ড কলেজ এর জুবোয়ের আহমেদ, তৃতীয় স্থান অর্জন করেছে নাভিদ ফারজান অর্থে এবং ৪র্থ স্থান অর্জন করেছে শহীদ রমিজ উদ্দীন ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজ এর মুনান শরীফ।
ই-পাবলিক স্পিকিং প্রতিযোগিতা প্রথম থেকে পঞ্চম স্থান অর্জন করেছে নাফিস জয়, মাহবুবা মৌমি, সৈয়দা মালিহা তাসনিম, জুবায়ের আহমেদ এবং মীরহাবুল ইসলাম রমিম।
বিকেল ৩টা ৩০ মিনিটে থেকে অনুষ্ঠিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা, এতে ১ম থেকে ৫ম স্থান অধিকার করে বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ এর মুনতাসিম তানজিম সিয়াম, গাজিপুর ডিবেটিং সোসাইটি এর ফাতেমাতুজ জোহরা, বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ এর আব্দুল্লাহ আল কাফী নাফিজ, ফারহান লাবিব এবং ন্যাশনাল কলেজ অব হোম ইকোনোমিক্স এর উম্মে রুমান। কুইজ প্রতিযোগিতা শেষে শুরু হয় প্রদশনী বিতর্ক। বিষয় ছিল রবীন্দ্র সাহিত্যে আমিই প্রাণ। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কার পায়, কাওসার, রিপন, বিলকিস, আনান, অভি এবং মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর মহাপরিচালক মোহাম্মাদ মুনির চৌধুরী, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দিন, চ্যানেল নাইন এর বার্তা সম্পাদক মাশরুরুজ্জামান রনি, ব্যারিস্টার রাগীব চৌধুরী এবং এনডিএফ বিডি এর চেয়ারম্যান একেএম শোয়েবসহ অনেকে।
বিডি প্রতিদিন/ফারজানা