২০ মে, ২০১৯ ১০:৫৭

আইইউবিএটি'তে ৮১তম ওরিয়েন্টেশন

প্রেস বিজ্ঞপ্তি

আইইউবিএটি'তে ৮১তম ওরিয়েন্টেশন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮১তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম পালন করল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। রবিবার তুরাগ নদীর তীরে পার্ক ও লেক সম্বলিত আইইউবিএটির ক্যাম্পাসের অডিটরিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সামার ২০১৯ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটি’র মিশন, ভিশন, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাক্টিভিটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে  ধরেন রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমান।  

আইইউবিএটি'র উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রবের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড.হামিদা আখতার বেগম, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শহীদুল্লাহ মিয়া সহ অন্যান্য অধ্যাপকগণ।

অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় প্রধান, ডাইরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী  উপস্থিত ছিলেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর