শিরোনাম
২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৪৩

ইবিতে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

ইবিতে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার কারণে ক্যাম্পাস এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান ও ছাত্র উপদেষ্টা ড. পরেশ চন্দ্র বর্মন যুগ্ম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে, আজ শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপ একই স্থানে কর্মসূচি ঘোষণা করলে ক্যাম্পাস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করেছে। 

বর্তমানে ক্যাম্পাসে কুষ্টিয়া ও ইবি থানা পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে কিছু সময় পরপর ক্যাম্পাসে পুলিশকে টহল দিতে দেখা গেছে। কোনো শিক্ষার্থী ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করতে চাইলে তাকে আইডি কার্ড সঙ্গে নিয়ে প্রবেশ করতে হচ্ছে। বহিরাগতদের ক্যাম্পাসের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর