বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনে সংহতি এবং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বিকেল ৪ টায় রাজু ভাস্কর্যের সামনে থেকে এ মিছিল শুরু হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে ক্যাম্পাসের ভেতরে অনশন কর্মসূচি পালন করছিলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। শনিবার সকালে উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সাথে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
বিডি প্রতিদিন/হিমেল