ছাত্রদের আন্দোলনের মুখে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে ছাত্র উপদেষ্টা ড.পরেশ চন্দ্র বর্মণকে প্রক্টরের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে সভা-সমাবেশ নিষিদ্ধের একদিন পর কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমানের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ছাত্ররা।
রবিবার দুপুর ২ টা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট বন্ধ করে বিক্ষোভ করে তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন