যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসে খাবার খেয়ে মান যাচাই করলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। রবিবার রাতে উপাচার্য এ আকস্মিক অভিযান চালান তিনি।
খাবারের মান খারাপ হওয়ায় সংশ্লিষ্টদের ওপর ক্ষোভ প্রকাশ করেন উপাচার্য। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে খাবারের মান উন্নত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান, শ্রেণি প্রতিনিধিদের অভিযোগের প্রেক্ষিতে উপাচার্য এ আকস্মিক অভিযান চালান।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৯/আরাফাত