ঢাবিতে ছাত্রদলের ওপর হামলায় ঘটনায় ছাত্রলীগের কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। এ সময় তিনি দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা তাদের অন্তর্কোন্দলের ফল।তবে সাধারণ শিক্ষার্থীরা যদি এ হামলা করে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার করবে। আজ মঙ্গলবার ঢাবিতে সাংবাদিকদের এসব কথা বলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি।
এদিকে, ছাত্রদল নেতারা এ হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত অভিযোগ করে বিচার দাবি করেছেন। ঢাবির প্রক্টরের সঙ্গে দেখা করে প্রতিবাদলিপিও পেশ করেছেন ছাত্রদল নেতারা।
অভিযোগ অভিযোগের মতো করেই বিবেচনায় নেয়া হবে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর গোলাম রাব্বানী জানান, অভিযোগের বিষয়বস্তু দেখে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে গতকাল হামলার শিকার হওয়ার পর আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা। এসময় মধুর ক্যান্টিনে দেখা যায়নি ছাত্রলীগের কোন নেতাকর্মীকে। এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, তারা সুষ্ঠু সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করেন বলেই হামলার পরও ক্যাম্পাসে এসেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার