শিরোনাম
২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:০৭

ইউজিসিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

ইউজিসিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর ম্যুরাল স্থাপন করা হয়েছে। কমিশনের প্রবেশমুখে এ ম্যুরাল স্থাপন করা হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ আজ (২৪ সেপ্টেম্বর  সকালে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এসময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

ইউজিসি প্রতিষ্ঠার পথিকৃৎ জাতির পিতার ম্যুরাল নির্মাণের কাজ এবছরের এপ্রিলে শুরু হয়। ১৩ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের এ ম্যুরালটি টাইলস্ দিয়ে তৈরি করা হয়েছে।

ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন, অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন এবং অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর; সচিব ড. মোঃ খালেদ, বিভাগীয় প্রধানগণ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর