গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি ক্যাম্পাস এখন মিছিল আর শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে। বুধবার সকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন হল থেকে এবং হলের বাইরে থেকে শিক্ষার্থীদের একের পর এক মিছিল ক্যাম্পাসে আসে। তারা ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগ দেয়। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।
মঙ্গলবার বেলা ১১ টায় ভিসি ড.খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে প্রেস ব্রিফিং করেছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয়। সেখানে ভিসির পদত্যাগসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির ১৪ টি দাবি উল্লেখ করা হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ ইউজিসি থেকে তদন্ত টিম এসছে। কিন্তু তারা কোন পরিচয় দিচ্ছে না। ইউজিসির তদন্ত টিম পরিচয় গোপন রেখে তাদের তদন্ত করবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। শিক্ষার্থীরা আরো জানান, আজ সংবাদ সম্মেলন করে ভিসিকে লাল কার্ড প্রদর্শন করবে এবং দুই ঘণ্টার জন্য চোখে কালো কাপড় বেঁধে আন্দোলন চালিয়ে যাবে। প্রতিদিন ২০ জন করে শিক্ষার্থী অনশন কর্মসূচী পালন করছেন।
আন্দোলনের ৭ম দিনেও বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোন মামলা দায়ের না করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে, গত শনিবার ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর শিক্ষার্থীরা আবোরো হামলার আশংকা করছেন। এ ঘটনায় সহকারি প্রক্টর মোঃ হুমায়ূন কবির শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় পদত্যাগ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও এ ঘটনায় কোন মামলা করেনি। এ ঘটনায় ভিসি নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন এবং ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। ক্যাম্পাস উত্তাল থাকায় ক্যাম্পাসের মেইন গেট ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন