ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১:০০টায় প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীদে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিলো ২৯,০৫৮জন। এবারই প্রথম ৭৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার সাথে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষাও দেয় শিক্ষার্থীরা। একই সাথে এক ঘন্টার পরীক্ষার সময় বাড়িয়ে দেড় ঘন্টা করা হয়।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ