ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত 'গ' ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। দুপুর ১টায় এই ফল প্রকাশ করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত