বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক শাহীনুর রহমানকে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত বুধবার এক আদেশে এই নিয়োগ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা আরিফুল ইসলাম।
এই নিয়োগ আদেশ ২৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখ অপরাহ্ন থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (ড. তুহিন ওয়াদুদ) শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) থেকে ব্যক্তিগত কারণে অব্যাহতি নিলে তার স্থলাভিষিক্ত হন শাহীনুর রহমান।
বিডি প্রতিদিন/কালাম