৫ ডিসেম্বর, ২০১৯ ২০:১৭

ঢাবি ৫২তম সমাবর্তনের কস্টিউম বিতরণ শুরু শুক্রবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি ৫২তম সমাবর্তনের কস্টিউম বিতরণ শুরু শুক্রবার

আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন। এ উপলক্ষে সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষক ও গ্র্যাজুয়েটবৃন্দের কস্টিউম (কালো গাউন ও টুপি) আগামী ৬ ও ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিতরণ করা হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটবৃন্দ তাদের কস্টিউম কলা অনুষদ, কার্জন হল, বিজনেস স্টাডিজ অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারবেন। 

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক পরিষদের সদস্য, শিক্ষক, এফিলিয়েটেড কলেজ ও ইনস্টিটিউটের অধ্যক্ষ-পরিচালক এবং অধিভুক্ত সরকারি ৭ কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদকবৃন্দের কস্টিউম বিতরণ করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। এছাড়া সমাবর্তনে অংশগ্রহণকারী অধিভুক্ত সরকারি ৭ কলেজের গ্র্যাজুয়েটবৃন্দের কস্টিউম স্ব স্ব কলেজ থেকে বিতরণ করা হবে।

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর বেলা ১.৩০টা থেকে রাত ৮টা পর্যন্ত কস্টিউম ফেরত নেয়া হবে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর