আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমার্তন আয়োজনের লক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী’র সভাপতিত্বে সমন্বয় কমিটির প্রথম সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। কুবি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ১ম সমাবর্তন কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. আবু তাহের সমাবর্তন আয়োজনের সকল বিষয় সভায় উপস্থাপন করেন। সভায় উপস্থিত সকলে সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাইজার মোহাম্মদ ফারাবী,, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিম-ঊল-আহসান, এনএসআইয়ের উপ-পরিচালক জাফর ইকবাল, সিভিল সার্জন মো. মুজিবুর রহমান, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক মো. আবদুস সায়েমসহ উচ্চ পদস্থ কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম