২২ জানুয়ারি, ২০২০ ২০:০২

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বরিশাল বিএম কলেজে অবস্থানকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুজয় বিশ্বাস ও আলিসা মুনতাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। 

সমাবেশে বক্তব্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহামুদুর হাসান তমাল বলেন, ‘আজ আমাদের এক ভাইয়ের উপর হামলা করা হয়েছে, কাল আমাদের উপর হবে না তার নিশ্চয়তা নেই। তাই ওই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের দৃস্টান্তমূলক শাস্তি দাবী করেন। 

গত বুধবার রাতে বিএম কলেজের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আলিসা মুনতাজ'কে অশ্রাব্য ভাষায় উত্যক্ত করেন বিএম কলেজের মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান লিওন। এর প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ও ভিক্টিমের সহপাঠী সুজয় বিশ্বাস। পরবর্তীতে সুজয় বিশ্বাসের উপর হামলা করে লিওন ও লিওনের সহপাঠীরা। হামলায় আহত সুজয়কে ওই রাতেই শের-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর