খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অধ্যাপক মিজানুর রহমান (৬৫) ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনে ৩ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
অধ্যাপক মিজানুর রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের (অবসরপ্রাপ্ত) শিক্ষক।
জানা যায়, অধ্যাপক মিজানুর রহমান খুলনা স্টেশন থেকে সদ্য ছেড়ে যাওয়া বেনাপোলগামী ট্রেনে দৌড়ে উঠতে যান। কিন্তু দৌড়ে ওঠার কারণে ট্রেনের হ্যান্ডেল ধরে রাখতে না পেরে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান। ট্রেনে তার ডান হাত-পা কাটা পড়ে ও মারাত্মক আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এসএম আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে অধ্যাপক মিজানুর রহমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/ফারজানা/হিমেল