চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা আগামী জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত হবে। এবারের ভর্তির আবেদনের যোগ্যতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে ভর্তি কমিটির সভায়।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস.এম. আকবর হোছাইন স্বাক্ষরিত পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘আগামী ২২ জুন থেকে ২৪ জুন, ২৮ জুন থেকে ১ জুলাই ও ৫ জুলাই থেকে ৮ জুলাই তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম. মনিরুল হাসান জানান, ‘আবেদনের যোগ্যতা এবার বাড়বে। এ বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তবে কত হবে সেটা এখনই সিদ্ধান্ত হয়নি।’
তিনি আরও বলেন, ‘এটা প্রাথমিক সিদ্ধান্ত। এখনই কিছু বলা যাচ্ছে না। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এটি অপরিবর্তিত থাকতে পারে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ