সিলেট নগরীর আখালিয়া এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ছিনতাইয়ের শিকার ওই ছাত্রীর নাম সায়মা আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ রবিবার সকালে ঢাকা থেকে সিলেট আসে ভুক্তভোগী ওই ছাত্রী। সিলেট কদমতলী থেকে সকাল সাড়ে পাঁচটায় সিএনজি দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসার পথে সুরমা আবাসিক এলাকা ও তপোবন আবাসিক এলাকার মধ্যে সিলেট-সুনামগঞ্জ হাইওয়েতে এ ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী ওই ছাত্রীর বাম পায়ে ছুরিকাঘাত করে মোবাইল ফোন, ল্যাপটপসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রী তার বন্ধুদের সহায়তায় সিলেট এম এ জি ওসমানী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
প্রক্টর ড. আলমগীর কবীর বলেন, আমরা পুলিশকে ইতোমধ্যে বিষয়টি জানিয়েছি। এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী থানায় অভিযোগ দায়ের করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।
বিডি প্রতিদিন/আবু জাফর