ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে চলমান ‘গেস্টরুম’ নির্যাতনের প্রতিবাদে এবং গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ পাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
রবিবার দুপুর সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, মধুর ক্যান্টিন, সেন্ট্রাল লাইব্রেরি প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এসময় ‘ডাকসু নির্বাচন চাই’, ‘গেস্টরুম নির্যাতন বন্ধ কর’, ‘হলে হলে নির্যাতন বন্ধ কর’, ‘পলিটিক্যাল রুম বাতিল কর’, ‘হাফ পাশ নিশ্চিত কর’ প্রভৃতি লেখা প্লেকার্ড বহন করে আন্দোলনকারীরা।
সমাবেশে ছাত্র পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘গণ পরিবহনে হাফ পাশের দাবিতে শিক্ষার্থীরা কয়েকদিন যাবত আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের দাবি না মেনে তাদের উপর হামলা চালানো হয়েছে। শিক্ষার্থীদের উপর হামলা ও নারী শিক্ষার্থীদের লাঞ্চনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র অধিকার পরিষদের সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, প্রজ্ঞাপন দিয়ে হাফ পাশ নিশ্চিত না করলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আর হামলা করা হলে নিরাপদ সড়ক আন্দোলনের মত আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজপথে নামব।
তিনি বলেন, হলে হলে শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের রাজনৈতিক দাসে পরিণত করার গেস্টরুম কালচার বন্ধ করতে হবে। সেই সাথে আগামী ১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। ডাকসুসহ সারা দেশে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমাতুল্লাহ্, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারা সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, সহ-সভাপতি আসিম মাহমুদসহ অন্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিগত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল, বিজয় একাত্তর হল ও এফ রহমান হলে গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের হল শাখার নেতার্মীরা নির্যাতনের এসব ঘটনায় জড়িত বলে অভিযোগ আছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন