২১ জানুয়ারি, ২০২২ ১৯:০৩

হাবিপ্রবিতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবিতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

হাবিপ্রবিতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের  ড. এম এ ওয়াজেদ ভবনের সামনে বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিজ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার মূল কারিগর তোমরা। মূলত বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার পরেই দেশকে গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন। তার মন্ত্রীসভায় প্রখ্যাত বিজ্ঞানীদের রেখেছিলেন। তিনি বলেছিলেন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জ্ঞান-বিজ্ঞানের আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

হাবিপ্রবি’র রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, রসায়ন বিভাগের প্রফেসর ড. বলরাম রায় ও পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. সাইফুর রহমান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর