৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং আকা ফাউন্ডেশনের উদ্যোগে এআইইউবির নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফ্রি ডেন্টাল চেক-আপ এবং জনসচেতনতার জন্য ক্যাম্পের আয়োজন করা হয়।
আকা ফাউন্ডেশন ও এআইইউবি এর যৌথ উদ্যোক্তায় আয়োজিত ‘ইউর স্মাইল ম্যাটারস’ শিরোনামের এই আয়োজনের সহযোগিতায় ছিল মেডি প্লাস।
এআইইউবির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.বি.এম সিদ্দিক হোসেন দিবসটির আয়োজনে নারীদের সফলভাবে এগিয়ে চলা ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন এবং অনুষ্ঠান শেষে এআইইউবি এর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী দন্ত চিকিৎসকবৃন্দের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন।
এসময় আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে আকা ফাউন্ডেশন ও ডেন্টাল পিক্সেল-এর প্রতিষ্ঠাতা ডা. আদেলী এদিব খান, দন্ত চিকিৎসকবৃন্দ, সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন