বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে। বাংলা নববর্ষ- ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য বৈশাখি র্যালি ও মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলা নববর্ষ- ১৪২৯ উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান এক বিবৃতিতে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। এই উৎসবটি বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা, বাঙালির জীবনাচারণ, চিন্তা-চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। আমরা বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা লালন করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করি।
এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সম্মুখে গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে চিত্র প্রদর্শনী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলাদেশ গঠনে বাংলা নববর্ষের সর্বজনীন দর্শন’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া ডুয়েট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা নববর্ষ- ১৪২৯ উদযাপিত হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন