আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা গত ১৩ এপ্রিল গাজীপুরের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় অবস্থিত। ২৯ জন শিক্ষার্থীর নেতৃত্বে ছিলেন সিনিয়র প্রভাষক মাহির আবরার।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর আলম সরকার এবং প্রশাসনের প্রধান মো. ইয়াসির আল-ইমরা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং ওয়ালটনের কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেন।
প্রতিষ্ঠানের ফাস্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. কায়সারুল ইসলাম শিক্ষার্থীদের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে সহযোগিতা করেন।
শিক্ষার্থীরা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, কম্প্রেসার এবং মেটাল ফোরজিস তৈরি দেখেন। এআইইউবি-এর প্রাক্তন ছাত্র ও ওয়ালটন হাই-টেকের এইচআরএম বিভাগের সিনিয়র অতিরিক্ত পরিচালক মো. আল-মামুন এসময় উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ