খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজল মন্ডলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন তার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার হয়। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার কারণে খোঁজ নিতে বন্ধুরা দুপুরে তার বাসায় আসে। রুমের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকির পরও দরজা না খুললে জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সে যশোরের অভয়নগর উপজেলর পায়রা শমসপুর গ্রামের প্রহলাদ মন্ডলের ছেলে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এএম