লা মেরিডিয়ান ঢাকায় ‘হিরোজ অব আওয়ার টাইম’ শিরোনামে ট্র্যাভেলিং আর্ট প্রদর্শনীর উদ্বোধন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। করোনার বৈশ্বিক মহামারির কঠিন সময়ে মানুষের সেবায় নিয়োজিত থাকতে সম্মুখসারির কর্মীরা সহমর্মিতা ও সাহসিকতার যে উদাহরণ স্থাপন করেছেন, আইএসডি ও লা মেরিডিয়ানে অংশীদারিত্বে আয়োজিত এই প্রদর্শনীর মধ্য দিয়ে তা তুলে ধরা হয়েছে।
মূলত বৈশ্বিক সঙ্কটের মধ্যেও যারা আমাদের সকল কার্যক্রম সচল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তাদের সম্মানেই আইএসডি এই ট্র্যাভেলিং আর্ট প্রদর্শনীর আয়োজন করেছে।
আইএসডির পরিচালক টমাস ভ্যান ডের উইলেন বলেন, ‘কোভিড-১৯ মহামারি আমাদের জীবনে আমূল পরিবর্তন এনেছে। স্বাস্থ্যসেবা ও হসপিটালিটি শিল্পের সাথে জড়িত ব্যক্তিরা ঝুঁকি থাকা সত্ত্বেও এ সংকটপূর্ণ সময়ে মানুষের সেবায় কাজ করে গিয়েছেন, যেন অন্যান্যরা ঘরের ভেতরে নিরাপদে থাকতে পারে। বর্তমান সময়ের এই সাহসী যোদ্ধাদের সম্মানে এই ট্রাভেলিং আর্ট প্রদর্শনী আয়োজন করা হয়েছে। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা সাহস ও সহমর্মিতা জাগাতে এমন চিন্তা উদ্দীপক শিল্পকর্ম তৈরি করেছেন।’
লা মেরিডিয়ান ঢাকা’র জেনারেল ম্যানেজার কনস্টান্টিনোস এস. গ্যাভ্রিয়েল বলেন, ‘আমরা আমাদের হোটেল প্রাঙ্গণে আইএসডি’র চমৎকার শিল্পকর্মগুলো প্রদর্শন করতে পেরে অত্যন্ত আনন্দিত। করোনার কঠিন সময়ে সকল সম্মুখসারির যোদ্ধাদের নিরলস প্রচেষ্টা শিল্পকর্মগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ প্রদর্শনী উপভোগের মধ্য দিয়ে মানুষ বিষয়টি অনুধাবন করতে পারবেন এমনটাই আমাদের প্রত্যাশা।’
আইএসডি’র তৃতীয় থেকে দশম গ্রেডের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা সম্মিলিতভাবে অনুপ্রেরণাদায়ক এসব শিল্পকর্ম তৈরি করেন। প্রতিটি শিল্পকর্মে সহানুভূতি, মানবিকতা এবং সাহসিকতার মতো বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। আরও বেশি মানুষ যাতে এসব শিল্পকর্ম উপভোগ করতে পারেন, তাই অতি শীঘ্রই আইএসডি বিভিন্ন স্থানে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করবে। আগামী ১১ জুন পর্যন্ত হোটেলের লবি ও সুইমিং এরিয়ায় (স্কাই লাউঞ্জ) চলবে এই প্রদর্শনী।
বিডি প্রতিদিন/আবু জাফর