চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহতদের খোঁজ-খবর নিয়েছেন ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক, নব-নির্বাচিত সিনেট সদস্য এবং বিএনপির নির্বাহী কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
আজ বুধবার শেখ হাসিনা বার্ণ ইউনিটের পোস্ট ওপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তাদের জরুরি যে কোন প্রয়োজনে সর্বাত্মকভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়াও ওয়ার্ডের বাহিরে অবস্থানরত রোগীর স্বজনদের সঙ্গে তিনি দেখা করেন এবং সহমর্মিতা প্রকাশপূর্বক তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/আরাফাত