আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)-তে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ পালন করা হয়েছে। এআইইউবি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সময় এবং রসায়ন বিভাগের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
গত রবিবার (৫ জুন) এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য মিসেস নাদিয়া আনোয়ার। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন ড. আবদুর রহমান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. এস. মোসাদ্দেক আহমেদ, পরিচালক ছাত্র-ছাত্রী বিষয়ক মঞ্জুর এইচ খানসহ এআইইউববির শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা। মিসেস নাদিয়া আনোয়ার এআইইউবি ক্যাম্পাস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং এআইইউবি সময় ক্লাব সদস্যদের মধ্যে গাছের চারা উপহার দেন।
জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে এবং আমাদের পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে অনুপ্রাণিত করার জন্য এআইইউবি সময় ক্লাবের সদস্যরা, শিক্ষার্থীরা, শিক্ষক-শিক্ষিকারা এবং প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে একটি র্যালি বিভিন্ন প্ল্যাকার্ডসহ এআইউউবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে এআইইউবির মিডিয়া স্টুডিওতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘সেভ দ্য আর্থ’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রোগ্রাম কর্মকর্তা সাইফ ইসলাম। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাথে জলবায়ু পরিবর্তনের বিষয়ে তার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করেন। ড. আহমেদ ও ড. রাব্বানী সেমিনারে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা সেমিনারে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে এবং আগামীতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অনুপ্রাণিত করেন।
বিডি প্রতিদিন/এমআই