চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ৮০০’র অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘চিটাগং সায়েন্স কার্নিভাল ২.০’। এতে করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট প্রেজেন্টেশন, হ্যাকাথন, রোবো সকার কম্পিটিশন, উপস্থিত বক্তৃতা ও কুইজ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চবি সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীন আক্তার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র প্রফেসর ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গবেষক, বিজ্ঞানী প্রফেসর ড. হাসিনা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেণু কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম হাসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ-দৌলা, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা, চট্টগ্রাম অঞ্চলের পরিবেশ বিভাগের পরিচালক মফিদুল আলম ও মেরিন সিটি মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রফেসর বাসনা মুহুরী।
বিডি প্রতিদিন/এমআই