রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) ক্যাম্পাসে মাদক সেবনের সন্দেহে ৬ জন বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবনের পাশ থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
আটকৃতরা হলেন, সাব্বির আরাফাত (রানীনগর), মনিরুল ইসলাম (দূর্গাপুর), ইমরান (ভদ্রা), সিহাব (রানীনগর), মাসুম (চকপাড়া), সিহাব শেখ (শিরইল)।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, তিনটি মোটরসাইকেলে করে ওই ৬ যুবক বেপরোয়াভাবে চলাচল করছিলেন। পরে তারা খুদরত-ই-খুদা ভবনের পাশে বসে মাদক সেবন করছিল, এমন খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে প্রক্টরিয়াল টিম সেখানে যায়। তিনি বলেন, আমাদের দেখে তারা হাতের থাকা মাদকদ্রব্য পাশের পুকুরে ফেলে দেয়।
প্রক্টর বলেন, তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। বহিরাগতরা ক্যাম্পাসে এসে বেপরোয়াভাবে চলাচল করে। মাদক সেবন করে। ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে প্রক্টরিয়াল টিম অভিযান অব্যাহত রাখবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন