রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মাদক সেবন করছে- এমন সন্দেহে ৬ জন বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবনের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাব্বির আরাফাত (রানীনগর), মনিরুল ইসলাম (দূর্গাপুর), ইমরান (ভদ্রা), সিহাব (রানীনগর), মাসুম (চকপাড়া) ও সিহাব শেখ (শিরইল)।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, তিনটি মোটরসাইকেলে করে ওই ৬ যুবক বেপরোয়া ভাবে চলাচল করছিলেন। পরে তারা কুদরত-ই-খুদা ভবনের পাশে বসে মাদক সেবন করছিল- এমন খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে প্রক্টরিয়াল টিম সেখানে যায়। তিনি বলেন, আমাদের দেখে তারা হাতের থাকা মাদকদ্রব্য পাশের পুকুরে ফেলে দেয়।
প্রক্টর বলেন, তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। বহিরাগতরা ক্যাম্পাসে এসে বেপরোয়া ভাবে চলাচল করে। মাদক সেবন করে। ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে প্রক্টরিয়াল টিম অভিযান অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/আবু জাফর