রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সম্মেলনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন দলটির এক নেতা আসাদুল্লাহ হিল গালিব। তিনি বর্তমান কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।
আজ রবিবার দুপুরে তার অনুসারী দুই শতাধিক কর্মী নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তিনি। এদিন দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় মাদার বখ্শ হল থেকে মিছিলটি নিয়ে তারা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে আসাদুল্লাহ হিল গালিব সাংবাদিকদের বলেন, এক বছরের জন্য কমিটি গঠিত হলেও পাঁচ বছর পার হয়ে গেছে। তবুও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি আসছে না। নতুন করে নেতাকর্মী তৈরি হচ্ছে না। আমরা যারা দীর্ঘদিন থেকে রাজনীতি করছি, তারা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছি।
তিনি আও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান নেতৃত্বে আসতে চান, এমন অনেক যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হয়ে গেছে, তবুও এক বছর মেয়াদী কমিটির মেয়াদ শেষ হচ্ছে না। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি- সাধারণ সম্পাদকের কাছে বিনীত অনুরোধ জানাই- তিনি যেন অতি দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি দেয়ার ব্যবস্থা গ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ