রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এলাকা থেকে গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। রবিবার রাতে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের একজন ছেলে ও একজন মেয়ে। তারা হলেন-উমর আল মাহবুব ও শেওরিন চৌধুরী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করেছে।
শেকৃবির সহকারী প্রক্টর রাকিবুর রহমান জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে তারা একসাথে রিকশাযোগে বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে যেতে চাইলে শিক্ষার্থী পরিচয় না পেয়ে কর্তব্যরত নিরাপত্তারক্ষী তাদের বাধা দেন। এতেই চটে যান মেয়েটি। এসময় গালাগাল করতে থাকেন। গায়ে হাত তোলেন বাধা দেওয়া কর্তব্যরত নিরাপত্তারক্ষী জাহাঙ্গীরের ওপর। এতে আশপাশে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসলে তাদের ওপরও হাত তোলায় শিক্ষার্থীরা ক্ষেপে যান।
এরপর বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে তাদের নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তাদের ব্যাগ থেকে গাঁজাসহ গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়। আটক দুইজন নিজেদের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেন এবং প্রক্টরিয়াল বডি বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরে বাংলাগর থানার ওসি (তদন্ত) উৎপল জানান, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে তোলা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে আরও কিছু জানা যেতে পারে।
বিডি প্রতিদিন/এমআই