বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দি বাংলাদেশ পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওবায়দুর রহমান সভাপতি ও দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি সাব্বির আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় টিএসসি’র দ্বিতীয় তলায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সর্বমোট ২৪ ভোটারের মধ্যে ২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর ২টার পর নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
নতুন কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন- সহসভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, সাংগঠনিক সম্পাদক মাসুম মাহমুদ, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমদাদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জাকির হোসেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম, সিদ্দিকুর রহমান, মো. জাহিদ হোসেন এবং আসিব হাসান।
ববিসাস নির্বাচনে সাবেক সভাপতি শফিকুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন ও সহ-সভাপতি আবু বকর সিদ্দিক শোয়েব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর