গুচ্ছভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার। এ পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে আটটি ভবনে ৭ হাজার ৫৮৫ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবেন।
শনিবার বেলা ১২টা হতে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। এ সময় ক্যাম্পাসে মোটরসাইকেলসহ জনসাধারণ চলচাল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে সঙ্গে পরিচয় পত্র রাখতে হবে।
শুক্রবার ইউনিট সমন্বয়ক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ১ হাজার ১৮ জন, অনুষদ ভবনে ১ হাজার ৩২৪ জন, রবীন্দ্র-নজরুল কলা ভবনে ১ হাজার ২০৯ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ১ হাজার ১৪৪ জন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ১ হাজার ২৫৮ জন, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে ১ হাজার ১৫৬ জন, আইআইইআর ভবনে ১৮০ জন এবং ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ২৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন