১২ আগস্ট, ২০২২ ২২:২০

চবিতে ছাত্রলীগের দুই নেত্রীর হাতাহাতির ঘটনায় তদন্ত কমিটি

চবি প্রতিনিধি

চবিতে ছাত্রলীগের দুই নেত্রীর হাতাহাতির ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের জুনিয়র দুই নেত্রীর বিরুদ্ধে সিনিয়র দুই নেত্রীকে শারিরীকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে এ ঘটনা ঘটে। রুমে প্রবেশে অনুমতি নিতে বলায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর- তুচ্ছ ঘটনায় চবিতে ছাত্রলীগের সিনিয়র-জুনিয়র নেত্রীদের হাতাহাতি

এ ঘটনায় হল কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া হলে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ এনে অভিযুক্ত তাসফিয়া জাসারাত নোলক নামের এক ছাত্রীকে কারণ দর্শানোর নেটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ। 

তদন্ত কমিটিতে হলের সিনিয়র শিক্ষক ড. শাহ আলমকে আহ্বায়ক, হলের আবাসিক শিক্ষক উম্মে হাবিবাকে সদস্য সচিব ও সহকারী প্রক্টর আহসানুল কবির ও হাসান মুহাম্মদ রোমানকে সদস্য করা হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর