১৫ আগস্ট, ২০২২ ১২:৫১

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় শোক দিবস পালন

অনলাইন প্রতিবেদক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় শোক দিবস পালন

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় পালিত হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল ছাত্রদের অংশগ্রহণে রচনা, কবিতা আবৃত্তি, হামদ-নাত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে কবিতা, ছড়া, রচনা লিখে ও চিত্রাঙ্কন করে ‘শেখ রাসেল দেয়ালিকা’য় উপস্থাপন। এছাড়া, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। এছাড়া কলেজের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত ছাত্রবৃন্দকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যত জীবন গঠনের আহবান জানান।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর