জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ে বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে এই শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধারণ ও লালনের লক্ষ্যে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক এই কোর্সটি জাতীয় বিশ^বিদ্যালয়ের স্নাতক ও স্নাতক (সম্মান) পর্যায়ে শিক্ষার সকল শাখার সিলেবাস-এ অবশ্য পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কলেজ পর্যায়ে ইতিহাস চর্চায় সত্যনিষ্ঠ জ্ঞানপ্রবাহ সৃষ্টির প্রয়োজনে ইতিহাস বিষয়ের শিক্ষকদের সমন্বয়ে জাতীয় বিশ^বিদ্যালয় বিশেষ এই শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করেছে।
১৫ দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। জাতীয় বিশ^বিদ্যালয়ের আওতাধীন অনার্স, মাস্টার্স ও ডিগ্রি কলেজের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ৮০ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণের প্রথম দিনের দ্বিতীয় সেশনে রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। তিনি ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ঢাকা বিশ^বিদ্যালয়’ শীর্ষক শিরোনামে প্রশিক্ষণার্থীদের পড়িয়েছেন। ড. এ কে আজাদ চৌধুরী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নিবেদিতপ্রাণ গবেষক। দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে তাঁর শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ দিন সকালের সেশনে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল। তিনি ‘আগরতলা ষড়যন্ত্র মামলা এবং ‘৬৯-এর গণঅভ্যুত্থান’ শীর্ষক শিরোনামে প্রশিক্ষণার্থীদের পড়িয়েছেন। তিনি দেশে ও বিদেশে ৪০ বছরেরও অধিক সময়কালীন শিক্ষকতাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করেছেন। তাঁর শতাধিক আর্টিক্যাল এবং বুক চ্যাপ্টার জাতীয় ও আন্তর্জাতিক রিসার্চ জার্নালে ও বইয়ে প্রকাশিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর। আমরা অচিরেই সারাদেশের অধিভুক্ত কলেজের সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো।
বিডি প্রতিদিন/এএম