রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ রেললাইনের ওপর টায়ার ও টিউবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছেন। এক পর্যায়ে লাইনের পাত খুলে ফেলেন তারা। এঘটনায় রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। শতাধিক শিক্ষার্থী আহত হয়ে মেডিকেলে ভর্তি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব। আমরা এই ঘটনার বিচার চাই। অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
এসময় হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার, বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ আরোপ,
শিক্ষার্থীদের উপরে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপকারী বিজিবি/পুলিশদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান শিক্ষার্থীরা।
এব্যাপারে পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে টায়ার ও টিউবে আগুন জ্বালিয়ে অবস্থান নেয়ার কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পেলে ট্রেন যোগাযোগ আবারও চালু করা হবে। যাত্রীরা চাইলে ট্রেনের টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন বলেও জানান তিনি।
এদিকে হামলার প্রতিবাদ জানিয়ে আমরণ অনশনে বসেছেন ৮ শিক্ষার্থী। রবিবার সন্ধ্যা থেকে উপাচার্যের বাসভবনের সামনে এই অনশনে শুরু করেন তারা।
অনশনরত দর্শন বিভাগের শিক্ষার্থী রাবেয়া মুহিব বলেন, আমরা ৭টি দাবি নিয়ে এখানে অবস্থান নিয়েছি। আমরা প্রশাসনের মুখের কথায় আশ্বস্ত হতে চাই না। আমরা দাবির বাস্তবায়ন চাই। আমাদের দাবিসমূহ মেনে নেওয়া না হলে আমরা আমাদের অনশন চালিয়ে যাব।
তাদের দাবিগুলো হলো- গতকালকের ঘটনার জন্য প্রক্টরের পদত্যাগ ও প্রশাসনের জবাবদিহি, ঘটনায় জড়িতদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ভার প্রশাসনকে নিতে হবে, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করতে হবে এবং এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, পাসকার্ড ব্যতীত বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে, ক্যাম্পাসের রিক্সা ভাড়া, ডায়নিং ও খাবার হোটেলগুলোতে খাবারের দাম নির্ধারণ ও মান নিশ্চিতকরণ, রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশন পুনরায় চালু করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল