স্থানীয় ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা রক্ষায় মেস মালিক সমিতির সাথে বৈঠক করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যায় প্রক্টর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মেস মালিক সমিতির সভাপতি নুরুজ্জামানের নেতৃত্ব ১৫ সদস্যের একটি টিম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক করেন। বৈঠকে মেসে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত, ক্যাম্পাস সংলগ্ন সকল মেসের তালিকা প্রণয়ন, ভর্তি পরীক্ষা চলাকালে অতিরিক্ত ভাড়া সংক্রান্ত সমস্যা না করা ও বছর শেষে একবার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মেসে অবস্থান করেন। স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে উদ্ভুত পরিস্থিতি কারণে তাদের অনেকে আতঙ্কিত। অনেকের নিরাপত্তাহীনতার অভিযোগও পাওয়া গেছে। তাই সকল শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বৈঠক করা হয়। মেস মালিক সমিতি এ ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ কয়েকজন সহকারী প্রক্টর উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত