উত্তরা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ কে এম মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার সকাল ১১টায় ঢাকার ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
প্রফেসর এ কে এম মোজাম্মেল হকের মৃত্যুতে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আজিজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। উপাচার্য তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রফেসর হক উত্তরা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই উত্তরা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও শিক্ষা বিভাগের খন্ডকালীন প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে উত্তরা বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে প্রফেসর হক দুই ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়-পরিজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
প্রফেসর হকের নামাজে জানাজা সোমবার বেলা ২টায় উত্তরা ইউনিভার্সিটি প্রশাসনিক ভবন (বাড়ি-৪, রোড-১৫, সেক্টর-৬, উত্তরা, এর সামনে অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল