২ অক্টোবর, ২০২৩ ১৯:১৫

ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ঢাবিতে ইশা’র বিক্ষোভ মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ঢাবিতে ইশা’র বিক্ষোভ মিছিল

ভোটাধিকার প্রতিষ্ঠা, গণরুম-গেস্টরুম নির্যাতন বন্ধ ও প্রথম বর্ষে বৈধ আসন নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার বিকেল চারটায় বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাপ্ত হয়।

এর আগে, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইশা-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান প্রধান বলেন, শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসে। কিন্তু আবাসিক দুরবস্থা, সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতৃত্বে ম্যানার শেখানোর নামে গণরুম গেস্টরুমে নির্যাতন ও প্রথম বর্ষে হলে সিট না পাওয়ায় শিক্ষার্থীদের এই স্বপ্ন অংকুর বিনষ্ট হয়। তথাকথিত ম্যানারের নামে সরকার দলীয় সেবাদাসে পরিণত করে শিক্ষার্থীদের অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দেয়া হয়। এই অশুভ ও ধ্বংসাত্মক ব্যবস্থাপনার জন্য ক্ষমতাসীন দল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনই দায়ী। প্রজন্মের মেধার সুরক্ষা নিশ্চিত করে তাদের জাতীয় সম্পদে পরিণত করতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রথম বর্ষেই আসন নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন বিগত ১৫ বছর যাবত এ দেশের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যা আমাদের জন্য লজ্জার। নাগরিক এর ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামী দিনে জাতীয় সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় সচেতন শিক্ষার্থীদের সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

ঢাবি শাখা সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, তরুণ প্রজন্ম নিজেদের অধিকার নিশ্চিত করতে নিজেদের কল্যাণে সরকার নির্বাচন করবে। তাই আগামীর দেশ বিনির্মানের এই প্রজন্মকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান। 

সমাবেশে সভাপতিত্ব করেন ইশা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ ইয়াছিন আরাফাত এবং সঞ্চালনা করেন খাইরুল আহসান মারজান। এসময় আরও উপস্থিত ছিলেন শাখা সহ সভাপতি মুহিব্বুল্লাহ বিন আতিক, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক, প্রশিক্ষন সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত প্রমুখ। 

বিডি প্রতিদিন/হিমেল

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর