২৩ জানুয়ারি, ২০২৪ ২১:১৫

৪৬তম বিসিএস প্রিলির তারিখ পরিবর্তনের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

৪৬তম বিসিএস প্রিলির তারিখ পরিবর্তনের সম্ভাবনা

ফাইল ছবি

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন নির্ধারণ করেছিল পিএসসি। তবে সিটি নির্বাচনের কারণে প্রিলিমিনারি পরীক্ষার তারিখে পরিবর্তন আসতে পারে। 

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘নির্বাচনের বিষয়টি আমাদের নজরে এসেছে। এই বিষয়টি কমিশনের সভায় তোলা হচ্ছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান জানান, ময়মনসিংহ সিটির সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।

পিএসসির সূত্রে জানা গেছে, পরীক্ষা আর নির্বাচন একদিনে সম্ভব নয়। পরীক্ষা পেছাতে পারে। তবে কমিশনের সভা শেষে এটি চূড়ান্ত হবে।

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ঠিক ছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। এবারও ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর