২৫ মে, ২০২৪ ১৭:৩৪

বশেমুরকৃবি ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

গাজীপুর প্রতিনিধি

বশেমুরকৃবি ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রাক্তনীদের সংগঠন ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী উদযাপিত হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে পায়রা উড়িয়ে এই অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দিন মিয়া।

মাৎস্যবিজ্ঞান অনুষদের গত ১১টি ব্যাচের মোট ৪৩৯ জন গ্র্যাজুয়েটের মধ্যে প্রায় ২০০ জন গ্র্যাজুয়েট তাদের পরিবার নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে প্রশাসন ভবন চত্বরে এসে শেষ হয়। এরপর আয়োজন করা হয় এক উদ্বোধনী অনুষ্ঠানের। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ফিশারিজ অনুষদের একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী আড্ডা ও ফটোসেশনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান সমাপ্ত হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর