ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) আনন্দঘন পরিবেশে ‘আইইউবিএটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৫-২০২৬’ কমিটি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে গত শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এটি কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ডিপার্টমেন্টের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস। এছাড়াও উপস্থিত ছিলেন আইইউবিএটির রেজিস্টার, ইঞ্জিয়ারিং বিভাগের ডিন, ইইই বিভাগের চেয়ারম্যান, কোর্ডিনেটর এবং অন্যান্য শিক্ষকগণ।
অনুষ্ঠানে আইইউবিএটির জ্যেষ্ঠ অ্যালামনাই প্রকৌশলী মো. হানিফ, প্রকৌশলী নুরুজ্জামান ফারুকি, প্রকৌশলী জিয়াদ তানজিমের উপস্থিতিতে নব গঠিত কমিটির সভাপতি প্রকৌশলী নাফিস রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরুল হাসান সানি ও প্রকৌশলী মো. জামাল মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সামিউল ইসলাম চৌধুরীর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী সাফিনা সিদ্দিকা সিল্কি ও প্রকৌশলী মো. শাহিদুল হাসান শাওন।
বিডিপ্রতিদিন/কবিরুল